এই সময় ডিজিটাল ডেস্ক: মুম্বই দুর্ঘটনার জেরে ব্রিজের রক্ষণাবেক্ষণ নিয়ে প্রশ্নের মুখে পড়ল মহারাষ্ট্র সরকার। মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ ব্রিজ ভেঙে পড়ার ঘটনায় বৃহস্পতিবার রাতে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিলেও, বিরোধীদের প্রশ্নবাণে বিদ্ধ হয়েছে ফড়নবিশ সরকার। দেবেন্দ্র মন্ত্রিসভার এক সদস্য বিনোদ তাবড়ের সাফাই, ব্রিজটি আদৌ ভেঙে পড়ার মতো অবস্থায় ছিল না। সামান্য সংস্কারের প্রয়োজন ছিল। ক'দিন ধরে সেই কাজই চলছিল। তার মধ্যেই বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রিজের একাংশ ভেঙে পড়ে। বিরোধীদের বক্তব্য, সংস্কারের কাজই যদি চলছিল, তা হলে ব্রিজের নীচটি ঘিরে রাখা হল না কেন? তদন্তে গাফিলতির এই দিকটিও খেয়াল রাখা উচিত বলে বিরোধীরা মন্তব্য করেন। ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের কাছে বৃহস্পতিবার এই ব্রিজ ভেঙে ৫ জনের মৃত্যু হয়। জখম হন আরও ৩২ জন। আহতরা মুম্বইয়ের দু'টি হাসপাতালে চিকিত্সাধীন।
from Eisamay https://ift.tt/2Hm5VO0
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
Author Details
I am an Executive Engineer at University of Barishal. I am also a professional web developer and Technical Support Engineer.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন