বাউফলে বিদ্রোহী প্রার্থী বহিষ্কার নিয়ে আ’লীগে বিভক্তি!
মো. জসীম উদ্দিন, বাউফল:: বাউফলের নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে নৌকার বিদ্রোহী প্রার্থী এস.এম মহসিনকে নাজিরপুর-তাঁতেরকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি পদ থেকে বহিষ্কার করা সংগঠনের গঠনতন্ত্রের পরিপন্থী বলে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার শুক্রবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন।
শুক্রবার (১৫ জুলাই) সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদার প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বাউফল উপজেলার ৯ নম্বর নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন পরিষদ উপ নির্বাচনে নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এস.এম মহসিন বিদ্রোহী চেয়ারম্যান প্রাথী হিসেবে নির্বাচন করেন। যা সংগঠনের নির্দেশনার পরিপন্থী। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকে কোনোরুপ অবহিত না করে এবং উপজেলা আওয়ামী লীগের নির্বাহী কমিটির সভায় এ সংক্রান্ত বিষয়ে কোন রুপ আলোচনা ছাড়াই বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি তার একক সিদ্ধান্ত বলে নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এম.এম মহসিনকে দলীয় পদ থেকে বহিষ্কার করা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী বলে দাবি করেন।
উল্লেখ্য গত বৃহস্পতিবার (১৪ জুলাই) উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক চিফ হুইপ আ.স.ম. ফিরোজ এমপি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাউফল উপজেলার নাজিরপুর- তাঁতেরকাঠী ইউনিয়নের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে এস.এম মহসিন দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নৌকার বিদ্রোহী প্রার্থী হওয়ায় দলীয় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১নং উপধারা অনুযায়ী তাকে দল থেকে স্থায়ীভাবে বহিস্কার করা হয়।
বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি তার একক সিদ্ধান্ত বলে নাজিরপুর তাঁতেরকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি’র দলীয় পদ থেকে বহিষ্কার করা সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থী বলে দাবি করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল মোতালেব হাওলাদার।’
The post বাউফলে বিদ্রোহী প্রার্থী বহিষ্কার নিয়ে আ’লীগে বিভক্তি! first appeared on Barishal Times | বরিশালটাইমস.
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন